ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   স্বালাতে মুবাশ্শির  নামাযের শর্তাবলী ও আরকানসমূহ   আবদুল হামীদ ফাইযী          
      
   
     নামাযের ওয়াজেবসমূহ      
      
   
      ১। তাকবীরে তাহ্রীমা ছাড়া সমস্ত তাকবীর
২। রুকুর তাসবীহ্
৩। (ইমাম ও একাকী নামাযীর জন্য) ‘সামিআল্লাহু লিমানহামিদাহ্’ বলা
৪। (সকলের জন্য) ‘রাব্বানা অলাকালহাম্দ’ বলা
৫। সিজদার তাসবীহ্
৬। দুই সিজদার মাঝে দুআ
৭। প্রথম তাশাহহুদ
৮। তাশাহহুদের প্রথম বৈঠক।