ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা কংকর নিক্ষেপ رَمْيُ الْجِمَارِ অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৫৯- কংকর নিক্ষেপকালে কি কি ত্রুটি হাজীগণ সচরাচর করে থাকেন?
নিম্নবর্ণিত ভুল ত্রুটি লক্ষ্য করা যায় :
(১) ১১, ১২ ও ১৩ই যিলহজ্জ দুপুরের আগেই কংকর নিক্ষেপ করে থাকে। এ কাজটা ভুল। সময় শুরু হয় দুপুরের পর থেকে।
(২) মুযদালিফা থেকেই কংকর কুড়াতে হবে, এ ধারণা ভুল।
(৩) কেউ কেউ কংকর ধৌত করে থাকে। এ কাজ ঠিক না।
(৪) ধাক্কাধাক্কি করে অন্য হাজীদেরকে কষ্ট দিয়ে কংকর নিক্ষেপ করে থাকে। এরূপ করা অন্যায়।
(৫) ক্ষিপ্ত হয়ে কোন কোন হাজী বড় পাথর, জুতা, ছাতা ও কাঠ দিয়ে ঢিল ছুড়ে। এরূপ মারা জায়েয নয়।