ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
   প্রশ্নোত্তরে রমযান ও ঈদ  সিয়ামের নিয়ত : সময় ও পদ্ধতি   অধ্যাপক মোঃ নূরুল ইসলাম          
      
   
     পুরো রমাযানের জন্য শুরুর দিন একবার নিয়ত করে নিলে কি তা যথেষ্ট হবে?      
      
   
      হাঁ, তা হবে। তবে প্রতিদিনই নিয়ত করা মুস্তাহাব বা সুন্নাত। উল্লেখ্য যে, সাহরী খাওয়া সুন্নাত, কিন্তু নিয়ত করা ফরয।