ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
দ্বীনী প্রশ্নোত্তর লেনদেন ও ব্যবসা-বাণিজ্য আবদুল হামীদ ফাইযী
আমার অনেক রিক্সা আছে, এক একটি চালককে দিয়ে প্রত্যহ ১০০ টাকা আদায় করি। এতে শরয়ী কোন সমস্যা আছে কি?

এইভাবে টাকা ফিক্সড করে নেওয়া বৈধ নয়। যেহেতু এতে চালকের ক্ষতি আছে। কোন একদিন তাঁর ১০০ টাকা নাও হতে পারে। অথচ সে তা দিতে বাধ্য। অন্যদিন তাঁর বেশি উপার্জন হলে তা মালিককে না দিলেও ক্ষতির সময় চালকই একা ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য বৈধ উপায় হল পারসেন্টেজ চুক্তি করা। অর্থাৎ, সারা দিনে যে উপার্জন হবে, তাঁর অর্ধেক বা এক তৃতীয়াংশ মালিকের, বাকি চালকের। তাতে চালক মিথ্যা বলে মেরে খেলে খেতে পারে। সে তাঁর হিসাব দেবে। মালিক তো হারাম থেকে বেচে যাবে। (ইবনে জিবরীন )