ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
দ্বীনী প্রশ্নোত্তর আখলাক ও ব্যবহার আবদুল হামীদ ফাইযী
কাউকে উদ্বুদ্ধ করতে হাত তালি দেয়া বৈধ কি?

কাউকে উদ্বুদ্ধ করতে অথবা কোন মুগ্ধকারী বিষয় দেখে তাকবির বা তসবিহ বলাই বিধেয়। তবে জামায়াতিভাবে নয়, একাকী। তবে হাততালি দেওয়া যে হারাম, তা বলতে পারব না। মুশরিকরা নামাযে সিটি বাজাতো ও হাততালি দিতো। সে ছিল ইবাদতে। মহিলাদের জন্য হাততালিও হারাম। আর আলোচ্য হাততালি হল লেকচারের। সুতরাং ইবাদতে হাততালি নিষিদ্ধ অথবা মহিলাদের বলে লেকচারে তা করা যাবে না, তা নয়। তবুও বলব তা মাকরুহ, তা না করাই ভাল। (ইবনে উসাইমিন)