ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআন ও সুন্নাহর আলোকে উমরা করার নিয়ম ধাপে ধাপে বিবরণ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
২. মীকাতের আগে ইহরাম পরিধান করা

২. পুরুষ যাবতীয় সেলাইযুক্ত কাপড় (যেমন জামা, পাজামা, গেঞ্জী ইত্যাদি যা পোশাকের আকারে তৈরী) পরিধান করা থেকে বিরত থাকবে। একটি লুঙ্গি ও চাদর পরিধান করবে এবং তার মাথা খোলা রাখবে। তবে ইহরামের কাপড় দুটি সাদা ও পরিষ্কার হওয়া মুস্তাহাব।
তবে মহিলা তার সাধারণ পোশাকেই ইহরাম বাঁধবে, লক্ষ্য রাখবে যাতে কোনো প্রকার চাকচিক্য ও প্রসিদ্ধি লাভ করে এ রকম পোশাক না হয়।