ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৬৩. দিনের বেলায় সহবাসের কারণে সিয়াম ভঙ্গ হলে তার কী করতে হবে?
এজন্য তাকে কাযাও করতে হবে এবং কাফফারাও দিতে হবে। এ দুটিই তার জন্য ফরয। সহবাসের কারণে যে রোযা ভঙ্গ হয় ঐ একটা রোযার বদলে একাধারে ষাট দিন রোযা রাখতে হবে এবং এর মাঝখানে সঙ্গত কারণ ছাড়া কোন বিরতি দেওয়া যাবে না। যদি মাঝখানে বিরতি দেওয়া হয় তাহলে এরপর থেকে আবার নতুন করে ষাট দিন বিরতিহীন সিয়াম পালন করতে হবে।