ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা দশম অধ্যায় - পবিত্র বাইবেল ও মুহাম্মাদ (ﷺ) ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
(১০) যিশাইয়/ ইশাইয়া ৫/২৬
প্রটেস্ট্যান্ট বাইবেলে ২৩ নং, ক্যাথলিক বাইবেলে ২৯ নং ও ইহুদি বাইবেলে ১২ নং পুস্তক যিশাইয় বা ইশাইয়া (Isaiah)। এ পুস্তকের ৫ অধ্যায়ের ২৬ শ্লোক: ‘‘তিনি দূরবর্তী জাতিদের প্রতি নিশান তুলবেন, আর দুনিয়ার প্রান্তবাসীদের জন্য শিস্ দিবেন; আর দেখ, তারা অতি দ্রুত আসবে।’’ ( মো.-১৩) কোন কোন গবেষক দাবি করেন যে, এখানে হজ্জের বিষয়ে বলা হয়েছে। পৃথিবীর সকল প্রান্ত থেকে বিভিন্ন জাতির মানুষের আগমনের আর কোনো বাস্তব চিত্র দেখা যায় না।