ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৯. ৭. ৭. ৮. বন্দি ছয় হাজার নয় শত ঘোড়াকে পায়ের রগ কেটে হত্যা
অন্যত্র তিনি ছয় হাজার নয় শত ঘোড়াকে অমানবিক কষ্ট দিয়ে হত্যা করেন: ‘‘পরে সোবার বাদশাহ হদদেষর যখন ফোরাত নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দাউদ তাঁর সংগে যুদ্ধ করতে হামা পর্যন্ত গেলেন। দাউদ তাঁর এক হাজার রথ, সাত হাজার গোড়সওয়ার এবং বিশ হাজার পদাতিক সৈন্য আটক করলেন। তাদের একশোটা রথের ঘোড়া রেখে তিনি বাকী সব ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন।’’ (১ খান্দাননামা ১৮/৩-৪)