ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৯. ৭. ৭. ৭. বন্দি এক হাজার ছয়শ’ ঘোড়ার পায়ের রগ কেটে হত্যা

অবলা প্রাণিকে কষ্ট দিয়ে হত্যার বিষয়ে ঈশ্বরের নির্দেশ ও নবীদের কর্ম আমরা ইতোপূর্বে দেখেছি। এ বিষয়ে ঈশ্বরের পুত্র, প্রথম পুত্র, জাত পুত্র, খ্রিষ্ট ও নবী রাজা দাউদের কর্মও লক্ষণীয়। তিনি যুদ্ধে বন্দি করা এক হাজার ছয় শত ঘোড়াকে পায়ের শিরা কেটে হত্যা করেন: ‘‘দাউদ তাঁর এক হাজার সাতশো ঘোড়সওয়ার এবং বিশ হাজার পদাতিক সৈন্য আটক করলেন। তাদের একশোটা রথের ঘোড়া রেখে তিনি বাকী সব ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন।’’ (২ শামুয়েল ৮/৪)