ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৯. ৪. ৩. পবিত্র যুদ্ধের ঘোষণা ও অস্ত্র তৈরির নির্দেশ
বাইবেল ধার্মিক বিশ্বাসীদেরকে পবিত্র যুদ্ধের ঘোষণা দিতে এবং অস্ত্র তৈরির নির্দেশ দিয়েছে: ‘‘তোমরা জাতিদের মধ্যে এই কথা ঘোষণা কর: তোমরা পবিত্র যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত কর, বলবান লোকদের ডেকে আন। সব যোদ্ধারা কাছে গিয়ে আক্রমণ করুক। তোমাদের লাংগলের ফলা পিটিয়ে তলোয়ার আর কাস্তে দিয়ে বর্শা তৈরি কর।। দুর্বল লোক বলুক, আমি বলবান। হে চারিদিকের সমস্ত জাতি, তোমরা তাড়াতাড়ি এসে জড়ো হও।’’ (যোয়েল ৩/৯-১১)