ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৯. ৩. ১. ১৩. সকল টাকা চার্চে না দেওয়ায় হত্যা
আমরা দেখেছি যে, যীশুর প্রেরিতদের নির্দেশে নতুন খ্রিষ্টানরা তাদের সম্পত্তি বিক্রয় করে চার্চ বা জামাতের কাছে সমর্পণ করতেন। অনিয়ন (Ananias) ও তার স্ত্রী সাফীরা (Sapphira) একটা সম্পত্তি বিক্রয় করে কিছু টাকা নিজেদের কাছে রেখে বাকি টাকা পিতরের নিকট জমা দেন। সব টাকা না দেওয়ার অপরাধে ঈশ্বর (অথবা পিতর?) তৎক্ষণাৎ অনিয়ন ও সাফীরাকে হত্যা করেন। ( প্রেরিত ৫/১-১১)