ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা নবম অধ্যায় - হত্যা ও যুদ্ধ-জিহাদ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৯. ৩. ১. ১০. দাউদের অপরাধে বনি-ইসরাইলের গণহত্যা
ঈশ্বরের অথবা শয়তানের নির্দেশে দাউদ বনি-ইসরাইলের লোকগণনা করেন। ঈশ্বর নির্দেশিত এ কর্মটা করার কারণে ঈশ্বরের ক্রোধ আবারো প্রজ্জ্বলিত হল: মাবুদ রাগে জ্বলে উঠলেন। তিনি দর্শক নবী গাদের মাধ্যমে দাউদকে জানালেন যে, তাঁকে তিনটা শাস্তির একটা বেছে নিতে হবে: (১) সাত/তিন বছরের দুর্ভিক্ষ, (২) তিন মাস শত্রুদের দ্বারা তাড়িত হওয়া এবং (৩) তিন দিনের মহামারি। দাউদ শেষটাই বেছে নেন। ফলে ঈশ্বর দাউদের অপরাধের কারণে ৭০ হাজার বনি-ইসরাইলকে হত্যা করলেন। (২ শমূয়েল ২৪/১-১৫ এবং ১ বংশাবলি ২১/১-১৪)