ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. ২. অযৌক্তিক তথ্য ও বক্তব্য
আধুনিক বাইবেল গবেষকরা Bible Absurdities বা বাইবেলীয় অযৌক্তিকতা প্রসঙ্গে বাইবেলের মধ্যে বিদ্যমান অনেক অযৌক্তিক এবং জ্ঞান-বিজ্ঞান বা বিবেক বিরোধী বক্তব্যের কথা উল্লেখ করেছেন। এখানে অতি সংক্ষেপে কিছু বিষয় উল্লেখ করছি। বিস্তারিত জানতে পাঠক ডোনাল্ড মরগান (Donald Morgan) সংকলিত Bible Absurdities[1] ও অন্যান্য প্রাসঙ্গিক ওয়েবসাইট দেখতে পারেন।
[1] http://infidels.org/library/modern/donald_morgan/absurd.html