ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা অষ্টম অধ্যায় - অযৌক্তিকতা ও অশালীনতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৮. ১. ২১. ৭. মদ পান করানোর ঐশ্বরিক নির্দেশ
বাইবেল শুধু মদপানের নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি; উপরন্তু মানুষদেরকে মদ পান করাতেও নির্দেশ দিয়েছে: ‘‘যারা মরে যাচ্ছে তাদের মদ (মাদক পানীয়: strong drink) দাও। যাদের মনে খুব কষ্ট আছে তাদের আংগুরের মদ (wine) দাও। তারা তা খেয়ে তাদের অভাবের কথা ভুলে যাক, তাদের দুঃখ কষ্ট আর তাদের মনে না থাকুক। ( মেসাল/ হিতোপদেশ ৩১/৬-৭)
সুপ্রিয় পাঠক, মদ পানে উৎসাহ প্রদান বিষয়ে বাইবেলের ভূমিকা প্রসঙ্গে http://www.thegodmurders.com/id129.html ওয়েবসাইটে গিয়ে The Bible promotes wine and strong drink! আর্টিকেলটা পড়ে দেখতে পারেন: