ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা চতুর্থ অধ্যায় - ভুলভ্রান্তি ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৪. ২. ১৪. শত্রুর উপর ও সকল কিছুর উপর ক্ষমতা
লূক ১০/১৯-২০: ‘‘আমি তোমাদেরকে সাপ ও বৃশ্চিক পদতলে দলিত করার এবং দুশমনের সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছি। কিছুতেই কোন মতে তোমাদের ক্ষতি করবে না ক্ষতি করবে না।’’
বাস্তবতার আলোকে এ কথাটা ভুল। কারণ ঈস্করিয়োতীয় যিহূদা/ এহূদা (Judas Iscariot) নামক শিষ্যকে শত্রু শয়তান পুরোপরিই দখল করতে সক্ষম হয়। অন্যান্য শিষ্য ও প্রেরিতগণকে ইহুদি ও রোমান শত্রুরা ইচ্ছামত নির্যাতন ও হত্যা করেন। ক্ষমতা ও নিরাপত্তা কোনোটাই তারা পাননি।