ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৩. ৭. ১৫. সাক্ষাতের স্থানগুলোর বর্ণনায় বৈপরীত্য
উপরের আলোচনা থেকে আমরা দেখছি যে, সাক্ষাতের স্থান বর্ণনায় যে বৈপরীত্য তা কোনোভাবেই সমন্বয় করা যায় না। একটাকে সত্য বললে অন্যটাকে মিথ্যা বলা ছাড়া উপায় থাকে না। মার্ক ও লূকের বর্ণনায় তিনটা সাক্ষাৎই জেরুজালেমে হয়। মথির বর্ণনায় দুটোর একটা জেরুজালেমে এবং একটা গালীলের পাহাড়ে। আর যোহনের বর্ণনায় তিনটা জেরুজালেমে এবং একটা গালীলের সাগরে রাত্রিবেলায় মাছ ধরার সময়।