ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৩. ৫. ৩০. ভূতে ধরা মেয়েটার মাতার পরিচয়ে বৈপরীত্য

নতুন নিয়মের একাধিক পুস্তকে উল্লেখ করা হয়েছে যে, একজন ‘অ-ইহুদি’ স্ত্রীলোক তার ভুতে-ধরা মেয়েকে সুস্থ করে দেওয়ার জন্য যীশুর নিকট কাকুতি মিনতি করেন। কিন্তু স্ত্রীলোকটার পরিচয় প্রদানে বৈপরীত্য রয়েছে। মথির ১৫ অধ্যায় থেকে জানা যায় যে স্ত্রীলোকটা ছিল ‘কনানীয়’। অথচ মার্কের ৭ অধ্যায় থেকে জানা যায় যে স্ত্রীলোকটা ছিল গ্রিক, জাতিতে সুর-ফৈনীকী।’’ (মথি ১৫/২১-২৭ ও মার্ক ৭/২৫-২৮)