ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় - বৈপরীত্য ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
৩. ২. ২৫. দু’ হাজার ও তিন হাজারের বৈপরীত্য
মসজিদের জন্য শলোমন একটা জলাধার নির্মাণ করেন। এতে কি পরিমাণ পানি ধরত? রাজাবলি বলছে দু হাজার, কিন্তু বংশাবলি বলছে তিন হাজার বাথ।
১ রাজাবলির ৭/২৬ বলছে: ‘‘তাহাতে দুই সহস্র বাৎ (baths) ধরিত (কি. মো.: চুয়াল্লিশ হাজার লিটার)।’’ একই বিষয়ে ২ বংশাবলি ৪/৫ বলছে: ‘‘তাহাতে তিন সহস্র বাৎ (baths) ধরিত (কি. মো.: ছেষট্টি হাজার লিটার)।’’ উভয় তথ্য পরস্পর বিরোধী এবং দুয়ের মধ্যে এক হাজার বাথ বা ২২ হাজার লিটারের পার্থক্য!