ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
কুরআন-সুন্নাহর আলোকে ইসলামী আকীদা প্রথম অধ্যায়: পরিচিতি, উৎস ও গুরুত্ব ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
১. ১. ৬. উসূলুদ্দীন বা উসূলুদ্দিয়ানাহ
উসূলুদ্দীন (أصول الدين) বা উসূলুদ্দীয়ানাহ (أصول الديانة) অর্থ দীনের ভিত্তিসমূহ। চতুর্থ শতক থেকে কোনো কোনো আলিম ‘ঈমান’ বা আকীদা বুঝাতে এই পরিভাষাটি ব্যবহার করেছেন। এদের মধ্যে রয়েছেন চতুর্থ হিজরী শতকের প্রসিদ্ধ আলিম ইমাম আবুল হাসান আলী ইবনু ইসমাঈল আল-আশ‘আরী (৩২৪ হি)। ‘আল-ইবানাতু ‘আন উসূলিদ্দিয়ানাহ’ নামে এ বিষয়ক তাঁর গ্রন্থটি সুপ্রসিদ্ধ।