ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত তৃতীয় অধ্যায় সিয়াম (রোযা) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৬. অধিক পরহেযগারী কাজ মনে করে যদি কেউ দু-একদিন আগে থেকেই রোযা পালন শুরু করে তাহলে কি সওয়াব হবে?

না, হবে না। বরং এটা গুনাহের কাজ। হাদীসে আছে, “তোমরা রযমান শুরু হওয়ার আগেই রোযা রাখা শুরু করো না। চাঁদ দেখে রোযা শুরু করো এবং পরবর্তী চাঁদ দেখেই রোযা রাখা বন্ধ কর। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে আরো একদিন অপেক্ষা করে (শাবান মাস) ত্রিশ দিন পূরণ কর।” (নাসাঈ: ২১৩০)