ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
২০৪. লাশ কে নামাবে?
(ক) পুরুষেরা নামাবে, এমনকি মাইয়্যেত নারী হলেও। সকল নারী-পুরুষের লাশ নামানোর অধিকতর দায়িত্ব হলো মৃতের অভিভাবক ও আত্মীয়-স্বজনের। (খ) স্ত্রীর লাশ তার স্বামী নামাতে পারবে।
(গ) একান্ত সৎ ও বৃদ্ধ লোক হলে বেগানা পুরুষও মহিলার লাশ নামাতে পারবে।
(ঘ) তবে বিগত রাতে স্ত্রী সহবাস করেছে এমন কোন পুরুষ কোন নারীর লাশ কবরে নামাবে না। (সহীহ বুখারী: ১২৮৫, আহমাদ: ১২৯৮৫)।