ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১২৮. জুমু'আর সালাতের ওয়াক্ত কখন শুরু হয়?
অধিকাংশ আলেমের মতে, জুমআ ও যোহরের সময় একই। যখন যোহর শুরু হয়। জুমু'আও তখনই শুরু হয়। অর্থাৎ ঠিক দুপুরে সূর্য মাথার উপর থেকে পশ্চিমে কিছুটা ঢলে পড়লে জুমু'আর সময় শুরু হয়। (বুখারী: ৪১৬৮)