ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১০২. আর মুসাফির যদি মুকীম ইমামের পেছনে সালাত আদায় করে তাহলে কত রাকআত এবং কিভাবে পড়বে?

এ বিষয়ের যা করবে তা হলো:
(ক) মুকীমের মতো চার রাকআতই পড়বে, (বুখারী: ৭২২, মুসনাদে আহমাদ: ১৮৬২)
(খ) যদি মুকীমের পেছনে মুসাফির মাত্র দু'রাকআত পায় তাহলেও ইমামের সালামের পর দাঁড়িয়ে যাবে এবং আরো দু'রাত পড়ে চার রাকআত পূর্ণ করবে।
(গ) সফরে পথিমধ্যে যদি কোন জামাত চলে এবং ইমাম কি মুকীম না মুসাফির জানা না থাকলে আন্দাজ করে নেবে। যদি মুকীম মনে করে তাহলে চার রাকআত পুরা করবে, অন্যথায় দু'রাকআতই পড়বে।
(ঘ) মুকীম ইমামের পেছনে শেষ বৈঠকে পেলেও মুসাফির চার রাকআত পড়বে।