ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৮৬. মাগরিবের আযানের পর কি এ সুন্নাত পড়া যাবে?
হা, তা যাবে। রাসূলুল্লাহ (স)-এর যামানায় মাগরিবের আযান হওয়া মাত্র সাহাবায়ে কিরাম মসজিদের বিভিন্ন স্তম্ভের পিছনে সুন্নাত পড়ার জন্য সবাই এমনভাবে ভীড় জমাতেন যে, বাহির থেকে তখন কেউ মসজিদে ঢুকলে মনে করতো বোধ হয় জামাত শেষ হয়ে গেছে। (মুসলিম: ৮৩৭) আরব দেশগুলোতে মুসল্লীরা এ হাদীসটি এখনো আমল করছে।