ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৪৮. সামনের কাতারে আর কোন জায়গা নেই। পরে আসা মুক্তাদী এখন কোথায় দাঁড়াবে?
এ মুহূর্তে যা করণীয় তা হলো:
(ক) প্রথমে চেষ্টা করবে, সামনের কাতারে কোন ফাঁকা জায়গা থাকলে সেখানে ঢুকে পড়বে।
(খ) আর তা না হলে একটু অপেক্ষা করে কেউ আসলে তার সাথে দাঁড়াবে। .
(গ) আর তা না হলে এবং সম্ভব হলে ইমামের ডান পাশে গিয়ে দাঁড়াবে।
(ঘ) আর তাও সম্ভব না হলে একাই পেছনে দাঁড়াবে। আর তখন তা জায়েয হবে এ জন্য যে, সে এখন নিরুপায়। তবে সামনের কাতার থেকে কাউকে টেনে পেছনে আনা বা ইমামকে ঠেলে সামনে এগিয়ে দেওয়া ঠিক নয়। এ মর্মে যে হাদীসটি রয়েছে তা সহীহ নয়, বরং যঈফ। (যঈফ জামের: ২২৬১)