ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
১৪১. মুস্তাহাদা মহিলার অবশ্য করণীয় ও বৈধ কাজ কী কী?
যে মহিলার ইস্তিহাদা চলছে, সে পবিত্র মহিলার মতোই। কারণ ইস্তিহাদা একটি রোগ। এটা হায়েয বা নিফাস কিছুই না। তাই তার জন্য এ সময় নামায রোযা আদায় করা ফরয। স্বামীর জন্য উক্ত মহিলার সাথে সঙ্গম করাও বৈধ। এ অবস্থায় মেয়েদের জন্য কুরআন তিলাওয়াত ও মসজিদে প্রবেশ করা জায়েয আছে।