ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
৩৪. দাড়ির পরিধি কতটুকু?

নিচের ঠোটের নিমাংশ থেকে গলার উপরে থুতনির নিচ পর্যন্ত। আর প্রস্থে চেহারার দু'পাশে যতটুকু অংশ থেকে চুল গজায়- এতটুকু হলো দাড়ির পরিধি। শায়খ বিন বায (র) সহ একদল মুহাক্কিক আলেম নিম দাড়িকেও দাড়ির অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেছেন ।