০ কুরআন কারীম থেকে দলীল প্রদানের ক্ষেত্রে সূরার ক্রমিক নম্বর, সূরার নাম ও আয়াত নম্বর প্রদান করা হয়েছে ।
০ হাদীস থেকে উদ্ধৃতি প্রদানের ক্ষেত্রে বাম পাশে মূল হাদীসগ্রন্থের নাম ও ডান পাশে হাদীস নাম্বার দেওয়া হয়েছে। আর এ নাম্বার প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরি ও প্রকাশনা সংস্থা ভিন্ন ভিন্ন নাম্বার প্রদান করায় এক প্রকাশনীর সাথে অন্য প্রকাশনীর নম্বরের মিল থাকে না। সে জন্য আমরা অনুসরণ করেছি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘মাকতাবা শামেলা’ থেকে, যা অনুসরণ করে থাকেন আরব দেশসমূহ-সহ সারা বিশ্বের বিজ্ঞ উলামায়ে কেরাম ও পাঠকবৃন্দ। এ নম্বর অনুসারেই ইন্টারনেটে আপনারা এ হাদীসগুলো খুঁজে পাবেন। এ জন্য বাংলাদেশে প্রকাশিত হাদীসগ্রন্থগুলোর সাথে উক্ত নম্বরের একটু গড়মিল হতে পারে বলে আমরা দুঃখিত। তবে, তাওহীদ পাবলিকেশন্স (৯০ হাজী আবদুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা) থেকে প্রকাশিত হাদীস গ্রন্থের সাথে অত্র বইয়ের নম্বরের মিল খুঁজে পাবেন, ইনশাআল্লাহ।
০ অন্যান্য ক্ষেত্রে গ্রন্থের নাম, কোথাও খণ্ডের নাম ও পৃষ্ঠা ব্যবহার করা হয়েছে ।