ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
বিদআত দর্পণ প্রচলিত কিছু বিদআতের নমুনা আবদুল হামীদ ফাইযী
সালাম বিষয়ক বিদআত
সালামে বিদআত যেমন, দুই হাতে মুসাফাহ করা এবং বুকে হাত ফিরানো। সালামের পরিবর্তে ‘হেলো ‘আহলান’ গুডমর্নিং’ ইত্যাদি বলা। সালামের সময় প্রণত হওয়া। ঝুকে পা স্পর্শ করে সালাম করা। কদমবুসী করা। সিজদা করা (কুফর)।