ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
নাজাত প্রাপ্ত দলের আকীদাহ প্রশ্ন এবং তাঁর উত্তরসমুহ হাফেয বিন আহমাদ আল-হাকামী (রহঃ)
প্রশ্নঃ (১৭৬) নুশরা কাকে বলে? নুশ্রার হুকুম কি?
উত্তরঃ যাদুগ্রস্ত ব্যক্তি থেকে যাদুর প্রভাব দূর করাকে নুশ্রা বলে। নুশ্রা যদি যাদুর অনুরূপ বিষয দিয়ে হয়, তাহলে তা হবে শয়তানের কাজ। আর যদি শরীয়ত সম্মত ঝাড়ফুঁক ও দুআর মাধ্যমে হয়, তাহলে কোন অসুবিধা নেই।