ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
সহীহ দুআ ও যিক্র প্রার্থনামূলক কুরআনী দুআ আবদুল হামীদ ফাইযী
৮। সুসন্তান চাইতেঃ
قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
“রাব্বি হাবলী মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামীউদ দুআ।”
অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে তুমি তোমার নিকট থেকে সৎ বংশধর দান কর। নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। (আলে ইমরানঃ ৩৮)
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
“রাব্বি লা তাযারনী ফারদাঁউ অআন্তা খাইরুল ওয়া-রিষীন।”
অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে একা (সন্তানহীন) ছেড়ে দিও না এবং তুমিই সর্বোত্তম উত্তরাধিকারী। (আম্বিয়াঃ ৮৯)
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
“রাব্বি হাবলী মিনাস স্বা-লিহীন।”
অর্থঃ হে আমার প্রতিপালক! আমাকে সৎকর্মপরায়ণ সন্তান দান কর। (স্বাফফাতঃ ১০০)।