ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
সহীহ দুআ ও যিক্র সালাম আবদুল হামীদ ফাইযী
সালাম
সালাম দেওয়া শ্রেষ্ঠ ইসলামের এক নিদর্শন। যা পরস্পরের মাঝে সম্প্রীতি বৃদ্ধি করে; যা ঈমান পরিপূরক এক অংশ। সালাম নিম্মরূপে দেওয়া বিধেয়; السلام عليكم (আসসালামু আলাইকুম)। এর সঙ্গে ورحمة الله (অরাহমাতুল্লা-হ) যােগ করা উত্তম। আবার উভয়ের শেষে وبركاته (অবারাকাতুহ) যুক্ত করা সবচেয়ে উত্তম। মােট ৩ টি বাক্যাংশে ৩০ টি নেকী লাভ হয়ে থাকে। (আঃ দাঃ ৪/৩৫০, তিঃ ৫/৫২) এগুলির অর্থ হল, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত এবং তার বরকত বর্ষণ হোক।