ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
সহীহ দুআ ও যিক্র যানবাহন দুর্ঘটনাগ্রস্ত হলে আবদুল হামীদ ফাইযী
যানবাহন দুর্ঘটনাগ্রস্ত হলে
ঘোড়া, উট বা গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হলে শয়তানকে গালিমন্দ করতে নেই। কারণ এতে সে তৃপ্তি পায়। তাই এই সময় ‘বিসমিল্লাহ’ বলতে হয়। তাতে শয়তান ছােট হয়ে যায়। (আবু দাউদ ৪/২৯৬)