ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
সহীহ দুআ ও যিক্র প্রথম দিনের চাঁদ দেখলে আবদুল হামীদ ফাইযী
প্রথম দিনের চাঁদ দেখলে
اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ وَالإِسْلامِ ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ
উচ্চারণঃ- আল্লা-হুম্মা আহিল্লাহু আলাইনা বিলয়্যুমনি অলঈম-নি অসসালা-মাতি অলইসলা-ম, রাব্বী অরাকাল্লাহ।
অৰ্থঃ হে আল্লাহ! তুমি ঐ চাঁদকে আমাদের উপর উদিত কর বর্কত, ঈমান, শান্তি ও ইসলামের সাথে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। (সহীহ তিরমিযী ৩/ ১৫৭, সিঃ সহীহাহ ১৮১৬নং)