ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
সহীহ দুআ ও যিক্‌র অপরের নিকট পানাহার করলে তার জন্য দুআ আবদুল হামীদ ফাইযী
অপরের নিকট পানাহার করলে তার জন্য দুআ

১।

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ، واغْفِرْ لَهُمْ، وارْحَمْهُمْ

উচ্চারণঃ-আল্লা-হুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম অগফিরলাহুম অরহামহুম।

অর্থঃ হে আল্লাহ! ওদেরকে তুমি যা দান করেছ, তাতে ওদের জন্য বরকত দান কর। ওদেরকে ক্ষমা করে দাও এবং ওদের প্রতি রহম কর। (মুঃ ৩/ ১৬১৫)

২।

أكل طعامكم الأبرار وصلت عليهم الملائكة وأفطر عندكم الصائمون

উচ্চারণ- আকালা ত্বাআ-মাকুমুল আবরার, অস্বাল্লাত আলাইকুমুল মালাইকাহ, অ আফত্বারা ইনদাকুমুস্ব স্বা-য়িমূন।

অর্থঃ সজ্জনরা আপনাদের খাবার খাক, ফিরিশতাবর্গ আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং আপনাদের নিকট রোযাদাররা ইফতার করুক। (মুঃ আহমাদ ৩/১৩৮, বায়হাকী ৭/২৮৭)।