ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
সহীহ দুআ ও যিক্‌র ঈমানে সন্দেহ হলে আবদুল হামীদ ফাইযী
ঈমানে সন্দেহ হলে

১। আউযু বিল্লাহ পড়ে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে এবং সত্বর সন্দিহান চিন্তা থেকে বিরত হবে। (বুঃ ৬/৩৩৬ মুঃ ১/১২০)

২। এই কথাটি বলবে, (امنت بالله ورسوله) ‘আ-মানতু বিল্লা-হি অরুসুলিহ। অর্থাৎ, আমি আল্লাহ ও রসূলগণের উপর ঈমান এনেছি।

هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

অর্থঃ তিনিই আদি, অন্ত, ব্যক্ত (অপরাভূত) ও অব্যক্ত এবং তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। (সূরা হাদীদ ৩ আয়াত, আবু দাউদ ৪/৩২৯)