ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
সহীহ দুআ ও যিক্র শত্রু বা অত্যাচারী শাসকের সাক্ষাতে আবদুল হামীদ ফাইযী
শত্রু বা অত্যাচারী শাসকের সাক্ষাতে
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
উচ্চারণঃ আল্লা-হুম্মা ইন্না নাজআলুকা ফী নুহূরিহিম অনাউযুবিকা মিন শুরূরিহিম।
অর্থঃ হে আল্লাহ! আমরা তোমাকে ওদের মুখােমুখি করছি এবং ওদের অনিষ্টকারিতা থেকে তোমার নিকট পানাহ চাচ্ছি। (আবু দাউদ ২/৮৯, হাকেম ২/১৪২, সঃ জামে ৪৫৮২)
اللَّهُمَّ أنْتَ عَضُدِي، وأنْتَ نَصِيري، بِكَ أحُولُ، وَبِكَ أصُولُ، وَبِكَ أقَاتِلُ
উচ্চারণঃ আল্লা-হুম্মা আন্তা আযুদী অ আন্তা নাসীরী, বিকা আজুলু অবিকা আসুলু অবিকাউল্কা-তিল।
অর্থঃ হে আল্লাহ! তুমি আমার বাহুবল ও তুমি আমার সহায়। তোমার সাহায্যেই আমি চলাফেরা করি, তোমার সাহায্যেই আমি আক্ৰমণ করি এবং তোমার সাহায্যেই আমি যুদ্ধ করি। (সহীহ তিরমিযী ৩/১৮৩)
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
অর্থঃ-আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। (বুঃ ৫/১৭২)