ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
সহীহ দুআ ও যিক্র মৃতব্যক্তির পরিজনকে সান্ত্বনা দিতে আবদুল হামীদ ফাইযী
মৃতব্যক্তির পরিজনকে সান্ত্বনা দিতে
أَنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَاصْبِرْ وَحْتَسِبْ
উচ্চারণঃ ইন্না লিল্লা-হি মা আখাযা অলাহু মা আ’ত্বা, অকুল্লু শাইয়িন ইনদাহু বিআজালিম মুসাম্মা। ফাসবির অহতাসিব।
অর্থঃ নিশ্চয় আল্লাহ যা নিয়েছেন তা তাঁরই এবং যা দিয়েছেন তাও তারই। প্রত্যেক জিনিস তার নিকট নির্ধারিত সময় বাঁধা। অতএব তুমি ধৈর্য ধর এবং সওয়ারে আশা কর। (বুঃ ২/৮০, মুঃ ২/৬৩৬)
মৃতব্যক্তির শােকাহত পরিবারকে তাদের ভাষায় এরূপ বলে সান্ত্বনা দেওয়া কর্তব্য।