ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
সহীহ দুআ ও যিক্র ঘরে প্রবেশ করতে আবদুল হামীদ ফাইযী
ঘরে প্রবেশ করতে
ঘরে প্রবেশ করার সময় আল্লাহর যিকর করা (বিসমিল্লাহ বলা) উত্তম। এতে শয়তান ঘরে স্থান পায় না। (মুসলিম ৩ ১৫৯৮) এ বিষয়ে নির্দিষ্ট দুআ (খাইরাল মাওলাজ) এর। হাদীসটি যয়ীফ। (যয়ীফ আবু দাউদ ১০৯ ১নং, ৫০৫পৃঃ)
যেমন গৃহে প্রবেশ করার সময় গৃহবাসীকে সালাম দেওয়া কর্তব্য। এতে সকলের উপর বরকত নেমে আসে। (তিরমিযী ৫/৫৯)।
অপরের গৃহে প্রবেশ করতে গেলে অনুমতি সহ সালাম জানাতে হবে। বিনা অনুমতিতে অপরের গৃহে সরাসরি প্রবেশ করা হারাম। (কুঃ ২৪/২৭)