ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
সহীহ দুআ ও যিক্র ঘুম থেকে জাগার পর যিকর আবদুল হামীদ ফাইযী
ঘুম থেকে জাগার পর যিকর
১।
الحمد لله الذي عافاني في جسدي و رد علي جسدي و اذن لي بذكره
উচ্চারণঃ আলহামদু লিল্লা-হিল্লাযী আ-ফা-নী ফী জাসাদী অরাদ্দা আলাইয়্যা রূহী অ আযিনা লী বিযিকরিহ।
অর্থ- সেই আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি আমার দেহে আমাকে নিরাপত্তা দিয়েছেন, আমার প্রতি আমার আত্মাকে ফিরিয়ে দিয়েছেন এবং তাঁর যিকর করার অনুমতি দিয়েছেন। (সহীহ তিরমিযী ৩/১৪৪)
২।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ
উচ্চারণঃ- আলহামদু লিল্লা-হিল্লাযী আহয়্যা-না বা'দা মা আমাতানা অ ইলাইহিন নুশূর।
অর্থঃ সেই আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যু (নিদ্রা) দেওয়ার পর জীবিত করলেন এবং তাঁরই দিকে আমাদের পুনর্জীবন। (বুখারী ৬৩১২, মুসলিম ৭০৬২নং)