ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
৩৩৬. রাত্রি বেলায় কোন ফল বা ফসল কাটা
জা’ফর বিন্ মুহাম্মাদ (রাহিমাহুল্লাহ্) তাঁর পিতা থেকে তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন তিনি বলেন:
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْـجَدَادِ بِاللَّيْلِ ، وَالْـحَصَادِ بِاللَّيْلِ
‘‘রাসূল (সা.) রাত্রি বেলায় কোন ফল বা ফসল কাটতে নিষেধ করেছেন’’।[1]
উক্ত হাদীস বর্ণনাকারী জা’ফর (রাহিমাহুল্লাহ্) বলেনঃ আমার ধারণা এ নিষেধাজ্ঞা এ জন্যই যে, যেন কাটার সময় গরিবরা উপস্থিত থেকে কিছু সাদাকা পেতে পারে।
[1] (বায়হাক্বী, হাদীস ৭৭৬০)