ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
৩১৪. কোন মহিলাকে তালাক দেয়ার পর তাকে দেয়া মোহরের কোন অংশ ফেরত নেয়া
আল্লাহ্ তা’আলা বলেন:
وَإِنْ أَرَدتُّمُ اسْتِبْدَالَ زَوْجٍ مَّكَانَ زَوْجٍ وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا ۚ أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
‘‘আর যদি তোমরা এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী পরিবর্তন করতে চাও এবং তাদের কাউকে ইতিপূর্বে রাশি রাশি সম্পদ দিয়ে থাকো তা হলে তার কিয়দংশও তোমরা তাদের থেকে ফেরত নিও না। তোমরা কি তা যে কোন অপবাদ দিয়ে ও প্রকাশ্য পাপ করে ফেরত নিবে’’? (নিসা’ : ২০)