ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২৬১. পশুর সাদাকা গ্রহণকারী সবার বাড়ি বাড়ি না গিয়ে কোন এক নির্দিষ্ট জায়গায় অবস্থান করে তার নিকট সাদাকার পশুগুলো নিয়ে আসতে বলা

আব্দুল্লাহ্ বিন্ ’আমর বিন্ ’আস্ব (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: নবী (সা.) ইরশাদ করেন:

لاَ جَلَبَ وَلاَ جَنَبَ ، وَلاَ تُؤْخَذُ صَدَقَاتُهُمْ إِلاَّ فِيْ دُوْرِهِمْ

‘‘সাদাকা গ্রহণকারী কোন এক নির্দিষ্ট জায়গায় অবস্থান করে তার নিকট সাদাকার পশুগুলো নিয়ে আসতে বলা যাবে না। না সাদাকার পশুগুলো পূর্ব থেকেই ভিন্ন করে তার নিকট নিয়ে আসতে বলা হবে। বরং মানুষের সাদাকাগুলো তাদের বাড়ি বাড়ি গিয়েই উসুল করতে হবে’’।[1]


[1] (আবু দাউদ, হাদীস ১৫৯১)