ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২৩২. কোন দেশে এক প্রশাসক থাকাবস্থায় সেখানকার কোন জন গোষ্ঠীর পক্ষ থেকে অন্য কোন প্রশাসককে নিয়োগ দেয়া
আবু সা’ঈদ্ খুদরী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
إِذَا بُوْيِعَ لِخَلِيْفَتَيْنِ فَاقْتُلُوْا الآخِرَ مِنْهُمَا
‘‘যখন (কোন দেশে) একই সময়ে দু’ জন খলীফার জন্য বায়’আত করা হয় তখন তোমরা পরবর্তী খলীফাকে হত্যা করো’’।[1]
> [1] (মুসলিম, হাদীস ১৮৫৩)