ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২২৫. রাসূল (সা.) এর পরিবারবর্গ কারোর যাকাত গ্রহণ করা
আব্দুল্-মুত্তালিব্ বিন্ রাবী’আহ্ বিন্ ’হারিস্ ও ফাযল্ বিন্ ’আব্বাস্ বিন্ ’আব্দুল মুত্তালিব (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তাঁরা বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
إِنَّ الصَّدَقَةَ لاَ تَنْبَغِيْ لِآلِ مُحَمَّدٍ ، إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ
‘‘নিশ্চয়ই সাদাকা তথা যাকাত গ্রহণ করা মুহাম্মাদ (সা.) এর পরিবারবর্গের জন্য উচিৎ নয়। মূলতঃ তা হচ্ছে মানুষের ময়লা-আবর্জনা’’।[1]
[1] (মুসলিম, হাদীস ১০৭২)