ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২১৮. কোন মুসলমানের দা’ওয়াত কিংবা তার কোন উপঢৌকন গ্রহণ না করা অথবা কোন মুসলমানকে প্রহার করা
আব্দুল্লাহ্ বিন্ মাস্’ঊদ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
أَجِيْبُوْا الدَّاعِيَ وَلاَ تَرُدُّوْا الْهَدِيَّةَ ، وَلاَ تَضْرِبُوْا الْـمُسْلِمِيْنَ
‘‘তোমরা (জায়িয) দা’ওয়াত গ্রহণ করো এবং কারোর (জায়িয) উপঢৌকন ফিরিয়ে দিও না। তেমনিভাবে কোন মুসলমানকে (অবৈধভাবে) প্রহার করো না’’।[1]
> [1] (বুখারী/আল্-আদাবুল্-মুফরাদ্, হাদীস ১৫৭)