ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২০৮. ধর্মীয় কাজে এমন ধীরতা অবলম্বন করা যাতে উক্ত কাজের প্রতি নিজের কিছুটা অবহেলা রয়েছে বুঝায়

সা’দ্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

التُّؤَدَةُ فِيْ كُلِّ شَيْءٍ إِلاَّ فِيْ عَمَلِ الْآخِرَةِ

‘‘ধীরতা প্রতিটি কাজেই ভালো ; তবে আখিরাতের কাজে নয়’’।[1]

আনাস্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

التَّأَنِّيْ مِنَ اللهِ ، وَالْعُجْلَةُ مِنَ الشَّيْطَانِ

‘‘স্থিরতা আল্লাহ্ তা’আলার পক্ষ থেকে এবং দ্রুততা শয়তানের পক্ষ থেকে’’।[2]

>
[1] (আবু দাউদ, হাদীস ৪৮১০ ’হাকিম ১/৬২)

[2] (আবু ইয়া’লা ৩/১০৫৪ বায়হাক্বী ১০/১০৪)