ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
২০০. কেউ কারোর আমানতে খিয়ানত করলে তার আমানতে অন্যের খিয়ানত করা

আবু হুরাইরাহ্ ও মা’হাক্ আল-মাক্কী (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তাঁরা বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

أَدِّ الْأَمَانَةَ إِلَى مَنِ ائْتَمَنَكَ ، وَلاَ تَخُنْ مَنْ خَانَكَ

‘‘কেউ তোমার নিকট কোন কিছু আমানত রাখলে তা সম্পূর্ণরূপে আদায় করবে এবং কেউ তোমার আমানতে খিয়ানত করলে তুমি তার আমানতে খিয়ানত করবে না’’।[1]

>
[1] (আবু দাউদ, হাদীস ৩৫৩৪, ৩৫৩৫)