ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code
কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
১৮৬. একটি মাত্র জুতা অথবা একটি মাত্র মোজা পরে চলাফেরা করা

জাবির (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:

إِذَا انْقَطَعَ شِسْعُ أَحَدِكُمْ فَلاَ يَمْشِ فِيْ نَعْلٍ وَاحِدَةٍ حَتَّى يُصْلِحَ شِسْعَهُ ، وَلاَ يَمْشِ فِيْ خُفٍّ وَاحِدٍ ، وَلاَ يَأْكُلْ بِشِمَالِهِ ، وَلاَ يَحْتَبِ بِالثَّوْبِ الْوَاحِدِ ، وَلاَ يَلْتَحِفِ الصَّمَّاءَ

‘‘তোমাদের কারোর একটি জুতার পিতা ছিঁড়ে গেলে সে যেন আরেকটি জুতা পরে চলাফেরা না করে যতক্ষণ না সে উক্ত জুতার পিতা ঠিক করে নেয়। তেমনিভাবে তোমাদের কেউ যেন একটি মোজা পরে চলাফেরা না করে এবং বাম হাত দিয়ে কোন কিছু না খায়। তেমনিভাবে তোমাদের কেউ যেন একটি কাপড় শরীরে এমনভাবে পেঁচিয়ে না পরে যাতে করে তার লজ্জাস্থান খুলে যায় অথবা এমনভাবে পেঁচিয়ে না পরে যাতে করে তার হাতগুলো সহজে বের করা না যায়’’।[1]

>
[1] (মুসলিম, হাদীস ২০৯৯)